মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী গতকাল শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধা বাবুল-সুফিয়া মানবকল্যাণ ফাউন্ডেশন এ প্রদর্শনীর আয়োজন করেছে।
তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইসরাত উদ্দিন আহমেদ বলেন, ‘যুদ্ধকালীন সময়ের দুঃসহ স্মৃতিগুলো বর্তমান প্রজন্ম দেখে ওই সময়ের কথা কিছুটা অনুধাবন করে দেশের প্রতি তাদের মমত্ববোধ সৃষ্টি হলে আমাদের চেষ্টা সফল হবে।’
-prothom Alo