কিশোরগঞ্জ জেলা শহরের ১০টি মহল্লা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোরে হঠাৎ বিদ্যুৎ চলে যায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ উন্নয়ন (পিডিবি) কার্যালয় শহরের নীলগঞ্জ মোড়ে স্থাপিত ২০০ কেভি ট্রান্সফরমারটি মেরামত করে সন্ধ্যায় বিদ্যুৎ সংযোগ দেয়। এর ১০ মিনিটের মধ্যে ১০টি এলাকা লো-ভোল্টেজের কবলে পড়ে। পরে আবারও বিদ্যুৎ চলে যায়।

এতে শোলাকিয়া জোড়াপুকুরপাড়, নীলগঞ্জ মোড়, চর শোলাকিয়া সড়ক, শহীদ কর্নেল হায়দার সড়ক, শহীদ খায়রুর জাহান সড়ক, নীলগঞ্জ সড়ক, শোলাকিয়া কানিকাটাসহ ১০টি মহল্লার ৩০ হাজার বাসিন্দা চরম দুর্ভোগে পড়ে।পিডিবির একটি সূত্র জানায়, বিদ্যুৎ সরবরাহের অতিরিক্ত চাপে ট্রান্সফরমারটি গরম হয়ে ভেতরের যন্ত্রাংশ পুড়ে যায়। এতে বিদ্যুৎ-সংযোগ বন্ধ হয়ে যায়।

পিডিবির আবাসিক প্রকৌশলী মো. সফিকুল ইসলাম বলেন, ‘আমাদের হাতে বিকল্প ট্রান্সফরমার নেই। নতুন ট্রান্সফরমার পাঠানোর জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’কিশোরগঞ্জ নাগরিক অধিকার কমিটির সভাপতি রুহুল কুদ্দুস বলেন, গত পাঁচ বছরে কিশোরগঞ্জ শহরে বিদ্যুতের উন্নয়নে কয়েক কোটি টাকার কাজ হয়েছে। একটি ট্রান্সফরমার নেই? এটা অবিশ্বাস্য। সার্বিক কাজের তদন্ত হওয়া জরুরি।