কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বেলংকা-ইছাপশর গ্রামে গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। বাদ জুমা দারুল মা’আরিফ আল-মাদানিয়া মাদ্রাসার ময়দানে বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক সূচনা করেন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব মাওলানা ফরীদ উদ্দীন মাস্উদ। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইজতেমার প্রথম দিনে দেশি-বিদেশি বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। কাল রোববার ফজর নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।
You must log in to post a comment.