হাওর এলাকায় অবস্থিত ইটনা থানার কাছেই বিখ্যাত দেওয়ান বাড়ী রয়েছে । মোঘল শাসনামলে জয়নশাহী পরগনার সায়র জলকর মহলের প্রধান ও ঈসা খাঁর সমসাময়িক দেওয়ান মজলিস দেলোয়ার খাঁ এই দেওয়ান বংশের প্রতিষ্ঠাতা বলে জানা যায় । আরো জানা যায় যে, মজলিস দেলোয়ার খালিয়াজুরীতে ঊক্ত পরগনার অধিপত্য বজায় রেখেছিলেন এবং তাঁর অধস্তন চতুর্থ পুরুষ মনওয়ার খাঁ প্রথম ইটনা এসে বসতি স্থাপন করেন। এই তথ্যের সর্ব সম্মত কোন প্রমান পাওয়া যায়নি ।