কিশোরগঞ্জ পৌরসভাধী্ন হয়বৎনগরে একটি সুন্দর মসজিদ রয়েছে। জানা যায় যে স্হানে বর্তমান মসজিদটি রয়েছে সেখানে পূর্বে একটি বৃহৎ তাজিয়া গৃহ ছিল ।তাজিয়া গৃহটির নির্মাণকাল ছিল ১৭০০ খ্রীস্টাব্দ।পরবর্তীকালে দেওয়ান শাহনেওয়াজ খাঁ এটি ভেঙ্গে দেন এবং তাঁর পু্ত্র খোদা নেওয়াজ খাঁ ১২৬২ হিজরীতে (১৮৬৪ খ্রীঃ) সেখানে বর্তমান মসজিদটি নির্মাণ করেন।

মসজিদে ২টি শিলালিপিও রয়েছে।মসজিদটিতে কোন গম্বুজ নেই,তবে ৪ কোণায় ৪টি সহ ছোট বড় মোট ২২টি অষ্টকোণাকৃতির মিনার বা টারেট রয়েছে। এগুলো ছাদের উপরে উঠে গিয়ে ছোট গম্বুজবিশিষ্ট চুড়াতে শেষ হয়েছে।পূর্ব দেয়ালে ৩টি এবং উওর ও দক্ষিণ দেয়ালে ১টি করে প্রবেশপথ রয়েছে। ২টি জানালাও আছে। বাইরের দেয়াল আয়তাকার প্যানেল দ্বারা শোভিত।পশ্চিম দেয়ালে একটি মেহরাব আছে যা অলংকার দ্বারা শোভিত । মেহরাবটি দেয়াল ভেঙ্গে পরে করা হয়েছে।সবচেয়ে আকর্ষণীয় পূর্ব পশ্চমের দেয়াল দুটি সুদৃশ্য ও বৃহৎ আকারের খিলান দ্বারা সংযুক্ত।মসজিদটি দৈর্ঘ্যে ৪৫-৮ ও প্রশস্তে ২৯-৯।চারিপাশে ৪৫-৩ উওর-দক্ষিণমূখী অনুচ্চ প্রাচীর রয়েছে।এছাড়া ২২-৩ প্রশস্ত বারান্দা রয়েছে, বারান্দার ছাঁদ পরে করা হয়েছে।