কটিয়াদী উপজেলার আয়তন ২১৯.২২ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ২,৭৭,৬৬০ জন। কটিয়াদী থানা উপজেলার উন্নীত হয় ১৯৮৩ সালে। একটি জনশ্রুতি হল, কটিয়াদীর পাশ দিয়ে বয়ে যাওয়া আড়িয়াল খাঁর উত্তর তীরে কটি ফকির নামে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন এক লোক বাস করতেন। সে এলাকার বহুলোক তাঁর আধ্যাত্মিক শক্তিতে প্রভাবিত হয়ে তাঁর শিষ্যত্ব গ্রহন করেন। মনে করা হয়, উক্ত কটি ফকিরের নামানুসারে ভাষান্তরের মাধ্যমে এই এলাকাকে কটিয়াদী নামকরন করা হয়। অপর জনশ্রুতি হল, ইংরেজ আমলে কটিয়াদীর পার্শ্ববর্তী এলাকায় অনেকগুলো নীল কুঠী ছিল। নীলকরদের দৈনন্দিন জিনিসপত্র ক্রয়-বিক্রয়ের জন্য আড়িয়াল খাঁর উত্তর তীরে একটি ছোট হাট গড়ে ওঠে। নীলকুঠির কুঠি থেকে কুটিয়াদী এবং কালের বিবর্তনে কুঠিয়ালদের সে হাতের নাম হয়েছে কুটিয়াদী।