জেলার মিঠামইন উপজেলার হাসানপুর এলাকার ডুবিরহাওরে সোমবার রাতে একটি মালবোঝাই ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনায় ২ যাত্রী নিখোঁজ রয়েছেন। করিমগঞ্জ চামড়াবন্দর থেকে মিঠামইন বাজারে যাওয়ার পথে উত্তাল ঢেউ, বৃষ্টি এবং প্রচন্ড বাতাসের কবলে পরে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায় বলে জানা গেছে। এসময় নৌকার ৪৩ যাত্রীর মধ্যে ৪১ জন সাঁতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হলেও ২ জনের খোঁজ এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও উপ-পরিদর্শক সমরেন্দ্র দত্ত জানান, অনেক খোঁজাখুজি করেও নিখোঁজ হওয়া ২ জন, মালামাল এবং নৌকাটি উদ্ধার করা সম্ভব হয়নি। তারা আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।