কিশোরগঞ্জ শহরের ফিশারি রোড এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে সন্দেহভাজন ২৫ জঙ্গিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা ইসলামি সমাজ নামের একটি সংগঠনের সদস্য বলে পুলিশ দাবি করেছে। খবর ইউএনবির। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশের একটি দল গতকাল রাত সাড়ে আটটার দিকে ফিশারি রোডের রফিকুল ইসলামের বাসায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তিরা গোপন বৈঠক করছিল। আটক ব্যক্তিদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই, লিফলেট ও সিডি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোনা জেলার কাচুদুয়ারি গ্রামে। দুই বছর আগে সংগঠনটির কার্যক্রম চালাতে তিনি ফিশারি রোডের বাড়িটি ভাড়া নেন। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
সুত্রঃ প্রথম আলো