উপমহাদেশের সেরা দুই স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও অনিল কুম্বলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের স্পিনের জাদুকরী কৌশল শেখানোর জন্য একটি স্কুল খোলার আগ্রহ প্রকাশ করেছেন।
যদি সব কিছু ঠিক থাকে তবে কুম্বলের স্পিন একাডেমীতে কোচ হিসেবে থাকবেন মুরালি। ব্যাঙ্গালুরুতে এটি প্রতিষ্ঠিত হতে পারে।
মুরালিধরন বলেছেন, “এটা এখনও পরিকল্পনার মধ্যে আছে। কুম্বলে ব্যাঙ্গালুরুতে একটি স্পিন একাডেমী করতে চাইছে। যদি সেটা বাস্তবতার ছোঁয়া পায়, তবে আমি সেই একাডেমীর অংশ হতে চাই। কোচ হওয়ার কোন পরিকল্পনা আমার নেই। কিন্তু অনিল যদি তা শুরু করে তবে খুশি মনেই সেখানে যাব আমি।”
কুম্বলে ও মুরালি মিলে টেস্ট ক্রিকেটে ১,৪১৯টি উইকেট নিয়েছেন। তাদের বন্ধুত্ব দীর্ঘদিনের। দুই বছর আগে এক সঙ্গে কোচ হওয়ার বিষয়ে প্রথম তারা আলোচনা করেছিলেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ায় মুরালি এই প্রকল্পে সময় দিতে পারবেন।
কুম্বলে জানান, দ্রুত একাডেমীর কাজ শুরু হবে। মুরালির সঙ্গে কোচিংয়ের কাজ করার জন্য তিনি প্রতীক্ষায় রয়েছেন।
You must log in to post a comment.