কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় রিপা দাস (১৬) নামে এক নারীকে হত্যার অভিযোগে অপরাধীদের বিচারের দাবিতে মিছিল করেছে এলাকাবাসী। গতকাল বুধবার পৌর শহরের দাসপাড়া থেকে মিছিলটি বের হয়ে বাজারে গিয়ে শেষ হয়। এতে কয়েক শ এলাকাবাসী অংশ নেন।
এলাকাবাসী জানান, রিপার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের আলালপুর গ্রামে। বাবার মৃত্যুর পর সে প্রায় ছয় বছর ধরে কুলিয়ারচর পাইলট উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী প্রীতিরঞ্জন দাসের বাড়িতে বসবাস করেছে। রিপা প্রীতিরঞ্জনের স্ত্রী মালতী রানী দাসের বোনের মেয়ে। গত বৃহস্পতিবার প্রীতিরঞ্জনের বাড়িতে রিপার মৃত্যু হয়। পরদিন বাবার বাড়ির লোকজন এসে রিপাকে গ্রামের বাড়িতে নিয়ে দাহ করে।
এলাকাবাসীর অভিযোগ, প্রীতিরঞ্জন যে বাড়িতে ভাড়া থাকতেন ওই বাড়ির মালিক প্রাণ কুমার দাসের ছেলে প্রণব কুমার দাসের সঙ্গে রিপার সম্পর্ক ছিল। একপর্যায়ে রিপা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনা ধামাচাপা দিতে তাকে হত্যা করা হয়েছে।প্রীতিরঞ্জন দাস বলেন, গত বৃহস্পতিবার রাতে রিপার পেটের ব্যথা হয়। রাতেই পল্লি চিকিৎসক উমা কান্তি দাসকে ডেকে আনা হয়। ডাক্তার পৌঁছে দেখেন, রিপা মারা গেছে।
-প্রথম আলো
You must log in to post a comment.