সার্চ জায়ান্ট গুগলের তৈরি সোশাল নেটওয়ার্কিং সাইট গুগল প্লাস চালু হবার তিন সপ্তাহের মধ্যেই ব্যবহারকারী ২ কোটি ছাড়িয়েছে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অনলাইন ডেটা বিশ্লেষক কোম্পানি কমস্কোর সম্প্রতি গুগল প্লাসের ২ কোটি ব্যবহারকারীর তথ্য নিশ্চিত করেছে। এদিকে, এক সপ্তাহ আগে, গুগল সিইও ল্যারি পেজ ১ কোটি ব্যবহারকারির কথা বলেছিলেন।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে. গুগল প্লাসে গত এক সপ্তাহে এক কোটি ব্যবহারকারী বেড়েছে।

অন্যদিকে, গুগল প্লাস ব্যবহার এবং এর কয়েকটি ফিচার নিয়ে ব্যবহারকারিদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘অনেক সমালোচনা সইতে হচ্ছে। তবে, সপ্তাহ খানিক বাদেই আবার পরিবর্তন আনা হবে তাই গুগল প্লাসের সঙ্গেই থাকুন’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গুগল প্লাসে ব্যবহারকারি দ্রুত বাড়লেও এখনও প্রতিদ্বন্দ্বি হিসেবে ফেসবুকের ধারে-কাছে ঘেঁষতে অনেক পথই পাড়ি দিতে হবে। কারণ, বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৭৫ কোটি।