প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর মন্দির থেকে চুরি যাওয়া চারশত বছরের পুরোনো মূল্যবান শিবলিঙ্গটি উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত চোর মন্দিরের দরজা ভেঙে এই শিবলিঙ্গটি চুরি করে নিয়ে যায়। গতকাল বুধবার সকালে ভক্তরা পূজো দিতে গিয়ে মন্দিরের দরজা ভাঙা এবং শিবলিঙ্গ দেখতে না পেয়ে পুলিশে খবর দেয়। কিশোরগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাইজখাপন ইউনিয়নের হাজীরগল নামক স্থানে নরসুন্দা নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় শিবলিঙ্গটি উদ্ধার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন শিবলিঙ্গ উদ্ধারের কথা স্বীকার করে জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, চন্দ্রাবতীর উত্তরাধীকারি অর্জুন চক্রবর্তী বাদি হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, পুলিশের বিশেষ টীম অভিযান চালিয়ে মূল্যবান পুরাকীর্তি শিবলিঙ্গটি চুরি যাওয়ার ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
সূত্রঃ অর্জূন চক্রবর্তী – দৈনিক কিশোরগঞ্জ