চারিপাড়া কটিয়াদী থানায় অবস্থিত। আচমিতা ইউনিয়নের একটি গ্রাম। খ্রীঃ পঞ্চদশ শতাব্দীতে এখানে নবরঙ্গ রায় নামে একজন মাহিষ্য জাতীয় রাজার রাজধানী ছিল। তাঁর রাজধানীর চারপাশে চার মাইল ব্যাপী স্থানসমূহ সৈন্য, পাইক, আমলা, পাল্কী বাহক, মাঝিমাল্লা ও অন্যান্য শ্রেনীর কর্মচারীরা অবস্থান করতেন। রাজধানীতে তিনি কুটামন নামে একটি বড় দিঘীও পার্শ্ববর্তী এলাকায় দেবদেউল নির্মাণ করেছিলেন। ঈশা খাঁ যুদ্ধে তাঁকে পরাজিত ও নিহত করে এলাকাটি তাঁর অধিকারভুক্ত করেন। বর্তমানেও উপরোক্ত এলাকায় রাজধানীর ধ্বংসাবশেষ সামান্য কিছু অংশ বেশ বড় ধরনের কুটামন দিঘী, ভগ্ন মন্দির, সিংহদ্বারের ভগ্নাবশেষ রাজবাড়ীর স্মৃতি বহন করছে।
লিখেছেনঃ জাহাঙ্গীর আলম
You must log in to post a comment.