একটি নিরপেক্ষ আন্তর্জাতিক সমীক্ষার পূর্ব পর্যন্ত টিপাইমুখ বাঁধ নির্মাণ স্থগিত রাখার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১২টায় শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় হাওর অঞ্চলবাসী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে হাওর অঞ্চলের স্বাভাবিক পানি প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়—এমন সব কার্যক্রম বন্ধ রাখা, আন্তর্জাতিক নদী কনভেনশনে বাংলাদেশকে স্বাক্ষর করা এবং এ কনভেনশনকে আইনে পরিণত করার জন্য প্রয়োজনীয় ১০টি দেশের স্বাক্ষর সংগ্রহের জন্য সরকারের সক্রিয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
বিশিষ্ট পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হক, অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, ড. হালিম দাদ খান রেজওয়ান, ডা. আতিকুল সারোয়ার, অ্যাডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ এ বিষয়ে বক্তব্য রাখেন।বক্তারা মানবজাতি, প্রাণবৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও হাওর রক্ষার আন্দোলনে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।