তারাইল উপজেলা Posted by কিশোরগঞ্জ ডট কম ডেস্ক | Jun 23, 2010 | নামকরন | 1 উপজেলার আয়তন ১৮১.৪৬ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ১,৪৫,৪২০ জন। এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় ১৯২৮ সালে। জানা যায়, অতীতে এই এলাকায় জমিদার মহিম রায়ের আবাসস্থল ছিল। এই জমিদার তার মাতা তারা সুন্দরীর নাম অনুসারে এ স্থানের নাম রাখেন তারাইল।
তারাইল বানানটা হবে তাড়াইল …