কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নাগচিনি নদীতে আজ শুক্রবার সকালে নৌকাডুবির ঘটনায় জাবেরা খাতুন (৪৫) ও আবদুল কুদ্দুস (৪৪) নামের দুজনের মৃত্যু হয়েছে। বেলা সোয়া দুইটার দিকে স্থানীয়দের সহায়তায় তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। জোবেরা খাতুনের বাড়ি করিমগঞ্জের মুড়িকান্দিতে, কুদ্দুসের বাড়ি একই উপজেলার ভাটিয়া মুরাল পাড়ায়। আজ সকাল সাড়ে আটটার দিকে নাগচিনি নদীর চামড়া ঘাট নৌবন্দর থেকে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা ওপারে যাওয়ার সময় নদীর মাঝখানে ডুবে যায়। এ সময় নৌকাটিতে ১৫ জন যাত্রী ছিল। ১৩ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও জোবেরা ও কুদ্দুসকে পাওয়া যায়নি। পরে করিমগঞ্জ থানার পুলিশের তত্ত্বাবধানে স্থানীয় লোকজন নদীতে জাল ফেলে চার ঘণ্টা চেষ্টার পর তাঁদের লাশ উদ্ধার করে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
You must log in to post a comment.