ল্যাপটপের প্রতি তরুণপ্রজন্মের ব্যাপক আগ্রহ থাকার কারণেই প্রতিবছর শুধু ল্যাপটপ কম্পিউটার নিয়ে হচ্ছে জমজমাট প্রযুক্তি মেলা। ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের হারমনি হলে ৭ জুলাই শুরু হওয়া এবারের মেলাতেও তাই বেশিভিড় তরুণদের। তবে পেশাজীবী নানা বয়সের দর্শকেরাও আসছেন মেলায়। তিন দিনের এ মেলা শেষ হবে আজ।
চাকরিজীবী মাসুম খান অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলেন একটি ল্যাপটপ কেনার। তবে অপেক্ষায় ছিলেন ল্যাপটপ মেলার। তাই মেলার শুরুর দিনেই চলে এসেছিলেন মেলায়। প্রথম দিন মেলা ঘুরে দেখে দ্বিতীয় দিনে কিনে নিলেন একটা ল্যাপটপ।
শুধু ল্যাপটপের মেলা: মেলায় সবার আগ্রহ সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপের প্রতি।নতুন কী বৈশিষ্ট্যের ল্যাপটপ এসেছে, সুবিধা কী কী—এমনই সব তথ্য জানতে স্টলে স্টলে ঘুরছেন দর্শকেরা। মেলায় ১৪টি প্যাভিলিয়ন ও ১০টি স্টলে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ প্রদর্শিত হচ্ছে। শুধু ল্যাপটপের এই মেলায় কলেজ শিক্ষার্থীদের একদল এসেছিল পুরো আয়োজন দেখতে। বন্ধুদের মধ্যে কয়েকজনের ল্যাপটপ আছে আর অনেকেই কিনবে তাই বন্ধুরা সবাই মিলে এসেছে ল্যাপটপ দেখতে। মেলা প্রাঙ্গণে প্রতিদিন থাকছে প্রযুক্তিপণ্যের ফ্যাশন শো, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি।
নতুন প্রযুক্তি, ছাড় ও উপহার: মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান এনেছে নতুন নতুন ল্যাপটপ। এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের সহকারী ব্যবস্থাপক মো. রাকিবুজ্জামান তালুকদার জানান এসার ও গেইটওয়ে ব্র্যান্ডের প্রায় ২০টি মডেলের ল্যাপটপ মেলায় এনেছেন তাঁরা।গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নিয়ে এসেছে আসুসের বেশ কিছু নতুন মডেল এবং বৈশিষ্ট্যের ল্যাপটপ। আসুস ই-পিসির পাশাপাশি থ্রিডি-সুবিধাসহ নতুন মডেলের নেটবুক এনেছে প্রতিষ্ঠানটি। আসুসের কান্ট্রি ম্যানেজার মহিউদ্দিন এ কাদের জানালেন, ওয়েব স্টোরেজ, পরিবেশসহায়ক ল্যাপটপও এসেছে মেলায়। মেলায় প্রতিটি আসুস ল্যাপটপের সঙ্গে থাকছে পুরস্কার।
মেলায় ল্যাপটপ দেখতে আসা আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া আকবর খান জানান, বিশেষ মূল্যের নানা সুবিধার ল্যাপটপগুলো দেখছি। প্রতিটি ব্র্যান্ডের ল্যাপটপের ক্ষেত্রে আছে বিশেষ ছাড় ও উপহার। কম্পিউটার সোর্সের পরিচালক (করপোরেট সেলস) এস এম মুহিবুল হাসান বলেন, বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপের রয়েছে বিশেষ ছাড়। পাশাপাশি ল্যাপটপ কিনলে বাংলালায়নের ওয়াইম্যাক্স মডেম পাওয়া যাবে ৪৫ শতাংশ ছাড়ে। এ ছাড়া প্রোলিংকের ল্যাপটপ পাওয়া যাচ্ছে ২৩ হাজার টাকায়। প্রতিষ্ঠানটির দুটি প্যাভিলিয়নে রয়েছে ডেল, ফুজিৎসু, অ্যাপেল, এইচপি ব্রান্ডের ল্যাপটপ।
মেলায় রিশিত কম্পিউটার্সে পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ২১ হাজার টাকায় ল্যাপটপ। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড তোশিবা, স্যামসাং ও এইচপি ল্যাপটপে দিচ্ছে বিশেষ ছাড়। মেলায় এইচপি ল্যাপটপ কিনলে পাওয়া যাবে কুপন।এতে রয়েছে মোটরবাইক, ল্যাপটপসহ নানা পুরস্কার।
ল্যাপটপ বিকিকিনি: শুধু ব্র্যান্ড নয়, ল্যাপটপ কম্পিউটার কেনার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ব্যাটারি, ওয়ারেন্টি—এসব বিষয়ও দেখে নিচ্ছেন ক্রেতারা। ল্যাপটপ কিনতে বাবাকে নিয়ে এসেছিলেন সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আকসার আহমান। মেলা ঘুরে পছন্দ অনুযায়ী একটি ল্যাপটপও কিনেছেন তিনি। জানালেন, এখন যেহেতু প্রযুক্তির যুগ আর শিক্ষার ক্ষেত্রে অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে প্রযুক্তি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, একসঙ্গে একই ছাদের নিচে সব ধরনের ব্র্যান্ডের ল্যাপটপ থেকে পছন্দ অনুযায়ী কেনার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। তাঁর বাবা আহমেদ সাইদ ছেলের আগ্রহ দেখেই মেলায় এসেছিলেন। অন্যবারের চেয়ে এবার শুরুর দিন থেকেই ল্যাপটপের বিকিকিনি ভালোই বলে জানিয়েছেন বিক্রেতারা।
শুরু থেকেই ল্যাপটপ মেলার আয়োজন করছে মেকার কমিউনিকেশন। এবার নিয়ে রাজধানীতে চারবার হলো ল্যাপটপ মেলা। মেলার সমন্বয়ক সুলতান মাহমুদ বলেন, ‘মেলায় সব শ্রেণীর, বিশেষ করে শিক্ষার্থী এবং বর্তমান সময়ের উপযোগী ল্যাপটপ রয়েছে।’
ল্যাপটপ মেলায় মানুষের আগ্রহ অনেক বেশি থাকে। তবে দর্শকদের ভিড় থাকলেও আগের মতোই মেলার পরিসর এবারও ছোট। এ ছাড়া এবার মেলায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা নেই। ইন্টারনেট ব্যবহারের সুযোগটা থাকলে ভালো হতো বলে জানালেন কলেজ শিক্ষার্থী মাসুদ রায়হান। তাঁর মতে, যেহেতু ল্যাপটপ মেলা আর বর্তমানে ইন্টারনেটের সুবিধাসহ ল্যাপটপ কেনে সবাই, তাই পুরো মেলায় ওয়াই-ম্যাক্সের সুবিধা থাকলে ভালো হতো। আয়োজকেরা জানান, মেলার জায়গা বাড়ানোর চেষ্টা করা হয়েছে, তবে আয়োজনস্থলের অনুমতি পাওয়া যাচ্ছে না। এবারের মেলার প্রবেশমূল্য ২০ টাকা। আজ শেষ দিনেও মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।