নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জিয়া পরিবারকে হয়রানি এবং নাটোরে উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যার প্রতিবাদসহ সারা দেশের বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নির্যাতনের প্রতিবাদে ভৈরবে সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভৈরব উপজেলা বিএনপির আহ্বানে পৌর শহরের বঙ্গবন্ধু সরণিতে এই সমাবেশ হয়।

ভৈরব উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষাবিষয়ক সম্পাদক খাইরুল কবীর খোকন, অর্থবিষয়ক সম্পাদক আবদুল সালাম, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুল রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নূরুল মিল্লাত প্রমুখ।

সমাবেশে বলা হয়, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে দেশ আজ অতিষ্ঠ। নির্বাচনী ওয়াদা ভঙ্গ করে লুটের মহোৎসব শুরু করেছে তারা। সরকার হস্তক্ষেপ করায় এখন বিচারব্যবস্থা ভেঙে পড়েছে। নিজেদের দুর্বলতা ঢাকতে ক্ষমতাসীন দল ঢাকা সিটি করপোরেশন নির্বাচন দিতে চাচ্ছে না। স্পিকার সংসদ কার্যকর করতে ব্যর্থ হয়েছেন। সভা থেকে দলীয় নেতা-কর্মীদের সরকার পতনের আন্দোলন শুরু করার আহ্বান জানানো হয়।

– প্রথম আলো