পরিবেশ বিপর্যয়ের জন্য উন্নত দেশগুলোকে দায়ী করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুশনারা আলী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার হয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার ধনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থা কেয়ারের কয়েকটি প্রকল্প এলাকা ঘুরে দেখার সময় রুশনারা আলী এসব কথা বলেন।
এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে অবহিত হন। রুশনারা আলী বলেন, ধনী দেশগুলোর কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় হাওরের মানুষ বিপর্যয়ের শিকার হচ্ছে। ব্রিটিশ এমপি বলেন, ‘আমি বিরোধী দলের আন্তর্জাতিক উন্নয়ন তহবিল বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে হাওরে অতিদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা দেখতে এসেছি। ঘর-বাড়িহারা মানুষের কষ্ট নিজের চোখে দেখেছি। ব্রিটেনে ফিরে যাওয়ার পর এ নিয়ে ক্যাম্পেইন শুরু করবো এবং একইসঙ্গে সরকারের ওপর চাপ প্রয়োগ করবো, যেন পরিবেশ বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্যের পরিমাণ বাড়ানো হয়।’
আন্তর্জাতিক ক্ষেত্রেও বিষয়টি জোরালোভাবে তুলে ধরবেন বলে জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী নির্বাচনেও তার দল লেবার পার্টি ক্ষমতায় যাবে। রুশনারা আলী বলেন, ‘অতীতে আমারা যখন ক্ষমতায় ছিলাম তখনও আমরা পরিবেশ বিপর্যয়ের শিকার দেশগুলোর জন্য আন্তর্জাতিক সাহায্য তহবিল প্রতি বছর বাড়িয়েছি। ভবিষ্যতেও এ সাহায্য অব্যাহত থাকবে।’
হাওর অঞ্চল সফরের অভিজ্ঞতা বর্ণনা করে ব্রিটিশ এমপি আরও বলেন, ‘বাংলাদেশের হতদরিদ্র নারীরা শত কষ্টের মাঝেও নিজেদের ভাগ্য বদলাতে কঠোর পরিশ্রম করছে। তাদের এ প্রচেষ্টা আমাকে মুগ্ধ করেছে।’ এ সময় অন্যান্যের মধ্যে রুশনারা আলীর সঙ্গে ছিলেন যুক্তরাজ্য কেয়ার ইন্টারন্যাশনালের আইন উপদেষ্টা এলিস হুচিংসন ও ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল ইসলাম প্রমুখ।