ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রী (১০) বিয়ের হাত থেকে রক্ষা পেল। পুলিশ লোকজন নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে ওই বাড়িতে গিয়ে বাল্যবিবাহের কুফল বর্ণনা করে বিয়ে ভেঙে দেয়। ওই দিন রাতে এক আত্মীয়ের সঙ্গে মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল বাশার প্রথম আলোকে জানান, পুলিশ কনের বাড়ি গিয়ে কনেপক্ষের অঙ্গীকারের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিয়ে ভেঙে দেয়। তিনি বলেন, মেয়েটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
You must log in to post a comment.