রাজধানীর পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে আজ শনিবার রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত-বেসরকারি প্রতিষ্ঠান ও ভবন এবং বিদেশে বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা রাখার হয়েছে অর্ধনমিত।

উল্লেখ্য, সরকার বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার নবাবকাটরার নিমতলীর অগি্নকাণ্ডের ঘটনাকে স্মরণকালের ভয়াবহ অগি্নকাণ্ড উল্লেখ করে এবং গত মঙ্গলবার তেজগাঁওয়ের বেগুনবাড়ীতে পাঁচতলা ভবন ধসে নিহতদের স্মরণে আজ শনিবার জাতীয় শোক দিবস ঘোষণা করে। নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রী। গতকাল শুক্রবার তারা আলাদা শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে নিমতলীতে একটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন লেগে ১১৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৩৯ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।