হাওর অঞ্চলবাসী বাজিতপুর-এর উদ্যোগে গত শুক্রবার দিনব্যাপী এক কর্মশালা শহরের পুনর্বিন্যাস পাঠাগার চত্বরে অনুষ্ঠিত হয়। “ভারতের টিপাইমুখ বাঁধ ও আন্তঃনদী সংযোগ প্রকল্প এবং হাওর অঞ্চলে এর অভিঘাত” বিষয়ক আঞ্চলিক এ কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক বিমল সরকার। এতে মূল আলোচক হিসাবে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম. ইনামুল হক। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের জেলা সমন্বয়ক আলহাজ মেহের উদ্দিন, অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, হাবিব রাজা, প্রধান শিক্ষক মোবারক হোসেন ও ফজলুর রহমান, অ্যাডভোকেট শফিক আহমেদ, সালাহ উদ্দিন, সাইফুল ইসলাম মাস্টার, ইসহাক মিয়া, অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল। অনুষ্ঠান পরিচালনা করেন সামসুল হক কাজল ও রুহুল আমিন। দুই পর্বে অনুষ্ঠিত কর্মশালায় সংগঠনের কিশোরগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You must log in to post a comment.