বিজয় দিবস উপলক্ষ্যে বীর প্রতিক শহীদ সেলিম স্মৃতি সংসদ, কুলিয়ারচর আয়োজিত ১৮ তম মিনি ম্যারাথন (২০.৪ কিঃমিঃ) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মুকুল,  স্বতস্ফুর্ত এই বিজয় ম্যারাথনে কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মনবাড়িয়ার এথলেট গন অংশগ্রহন করেন । বাছাই পর্বের পর ১১০ জনকে নিয়ে আয়োজকগন এই প্রতিযোগিতায়  আয়োজন করেন আজ সকাল ৮ টায়  শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গন হতে।

প্রথম স্থান অধিকার করেন  বিগত ২ বারের চ্যাম্পিয়ন কামরুল ইসলাম জয়, সরারচর।


২য় স্থান অধিকার করেন হুমায়ুন কবির,  উসমানপুর


৩য় স্থান অধিকার করেন  মুন্না মিয়া, সরারচর ।৪র্থ ও ৫ম স্থান অধিকার করেন যথাক্রমে  মোঃ মমতাজ উদ্দিন-  বাজরা, ও মজিবুর রহমান, তারাকান্দি শহীদ সেলিম স্মৃতি সংসদ আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক   সি, আই, পি আলহাজ্ব মোঃ মুছা মিয়া।

২০.৪ কিঃমিঃ  দৌড়ে এসে  কা্মরুল ইসলামঃ ভিডিও

ম্যারাথনের সম্পুর্ন ভিডিওঃ  পর্ব -১

ম্যারাথনের সম্পুর্ন ভিডিওঃ  পর্ব -২ ( শেষ )