সত্যি আমরা ভাগ্যবান। এক জনপদের ৬ সন্তান রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ পদে। অতপর শিল্পপতি জহিরুল ইসলামের ছেলে মন্‌জুরুল ইসলাম সহ আর অনেকে। যাদের নিয়ে আমরা গৌরব করি। সে গৌরবের বেড়া জালেই তিলে তিলে ধ্বংস হচ্ছে কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্য। নদী গর্ভ হতে উদ্বোলিত হওয়া এই জনপদ, মাটির নিচে চাপা পরছে সে সব নদী। অশ্রুসিক্ত জলে আপনাদের প্রতি পূর্ন আস্থা রেখে মহামান্য রাষ্ট্রপতি, আপনাকে বলছি। আপনার অতীত ইতিহাস সোনালী অক্ষরে রচিত। বর্তমান আরো বেশি উজ্বল। সে উজ্বলতাকে আলো শূন্য করতে কিছু দানব আপনার চার পাশে সব সময় ঘুরে বেড়াছে। কিশোরগঞ্জকে ভেঙ্গে দুঃখন্ডিত করে তাদের স্বার্থ আদায়ে উঠে পড়ে লেগেছে। আমাদের বিশ্বাস কিশোরগঞ্জের অখন্ডতা রক্ষা করে আপনার আলোকে আর বেশি প্রসারিত করবেন।

  • ভৈরবের মেঘনা নদীর পাড়ে একটি পর্যটন কেন্দ্র নির্মাণ
  • ভৈরবে বৃহৎ বা মাঝারী শিল্প প্রতিষ্ঠান করে অঞ্চলটিকে শিল্প নগরী বলে ঘোষনা
  • ভৈরব-কিশোরগঞ্জ রোডে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন
  • ভৈরব-কিশোরগঞ্জ রোডটিকে আর প্রসারিত করে উত্তর বঙ্গের সাথে দক্ষিন বঙ্গের যোগাযোগের সহজ করণ
  • ভৈরব-কিশোরগঞ্জ রোডের বেইলি ব্রিজ গুলোকে পাকা করা।
  • মেঘনা-ঘোড়াউত্রা নদী খনন

মাননীয় স্পিকার, আপনি এই জনপদের সবচাইতে স্পষ্ট বাদী বাংলাদেশের দ্বিতীয় সম্বানিত ব্যাক্তি। দেশের আইন প্রনয়নের সর্বোচ্চ আসনে, আপনার হ্যাঁ/না ধ্বনীতেই দেশ উন্নয়ন বাজেট বাস্তবায়িত হয়। হাওড়বাসীর নয়নের মণি হিসাবে আপনার অতীত সকলের জানা। আপনার সুনজরে হাওড় অঞ্চলের মানুষে ভাগ্য পরিবর্তন হতে পারে।

  • মঙ্গা কবলিত অঞ্চলের মত হাওড় এলাকাকে দুঃযোগ পূর্ন এলাকা ঘোষনা করে সহায়ক বাজেটের ব্যাবস্থা করা
  • কিশোরগঞ্জর উপর দিয়ে প্রবাহ মান সকল নদী গুলোকে খনন করন
  • বন্যা কবলিত অঞ্চল গুলোতে বেড়ি বাঁধের ব্যবস্থা করন
  • পানির নিচ দিয়ে টেকসয় রাস্তা করনের মাধ্যমে  পশ্চিম যোগাযোগ স্থাপন
  • হাওড় অঞ্চলের জন্য ভাসমান স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন।

মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায়মন্ত্রী,  আপনি আপনার পিতার পরিচয় সকলে জানা। ইতিহাস আপানার পিতাকে শ্রদ্ধা ভরে স্বরণ করে। ইতিহাসের পতায় আপনিও কম নন। দলের দূঃসময়ে আপনার ভূমিকা ছিল অসাধারন। কিশোরগঞ্জের জন মানুষ আপনার সু-নজর দ্বারা উপকৃত হবে।

  • কিশোরগঞ্জ সদরকে একটি মডেল জেলা সদর হিসাবে তোলা
  • কিশোরগঞ্জর যোগাযোগ ব্যবস্থা কে আধুনিক করন
  • কিশোরগঞ্জের প্রত্যেক পৌরসভায় গ্যাসের ব্যবস্থা  করা
  • কিশোরগঞ্জে দেশের সবচেয়ে বড় যুব প্রশিক্ষন কেন্দ্র স্থাপন
  • নরসুন্দার নদী খননের মাধ্যমে নৌ যোগাযোগ ব্যবস্থা  উন্নতি করন

মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আপনি কিশোরগঞ্জের লোক বলে আমরা গৌরব করি। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে পছন্দ করে শিক্ষা উপদেষ্টা করেছে। আপনার আগেও এই জনপদে আর দুইজন শিক্ষা মন্ত্রী ছিল।  তারা কিশোরগঞ্জের শিক্ষার হার বাড়াতে পারেনি। আপনি সদয় হলে এই জেলা আলোময় হবে ।

  • বাজিতপুরকে শিক্ষা নগরী ঘোষনা করে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করন।
  • গুরুদয়াল কলেজ কে পাব্লিক ইঊনিভার্সেটিতে রুপান্তর করুন
  • কিশোরগঞ্জে হাওর অঞ্চলে শিক্ষার মান বাড়াতে ভ্রামমান স্কুল প্রতিষ্ঠা করন।
  • একটি আধুনিক মানের কারিগরী কলেজ স্থাপন করন।
  • ছাত্র-ছাত্রীদের জন্য বাস সার্ভিস ব্যবস্থা  করন।

মাননীয় সেনা প্রধান, দেশের ক্লান্তিকালে আপনার বাহিনীর গুরুত্ব সবচেয়ে বেশি। এই জনপদের লোক বলে আমার আপনাকে নিয়ে অহংকার করি। আমরা বিশ্বাস করি দেশের যে কোন দুঃসময়ে আপনার মেধা এই দেশকে উন্নত হতে উন্নতর করেবে। আমাদের দেশ নদী মাতৃক দেশ উজানে অতি বৃষ্টি, ভারতে বন্যা, সহ বিভিন্ন কারনে কিশোরগঞ্জ, বিশেষ করে হাওড় অঞ্চলের মানুষের দুভোগের শেষ নেই।  আপনি সদয় হল

বাজিতপুরের পূর্ব অঞ্চল হাওড় এলাকায় সেনাবাহিনীর জন্য একটি ট্রেডিং কেম্প করে বর্ষাকালীন মহরা ব্যবস্থা ও প্রত্যন্ত এলাকার মানুষদের চিকিৎসা সেবা ও তাদের জীবনযাপনের মান উন্নয়নে ভুমিকা রাখতে পারেন ।

মাননীয় আইজিপি, আপনার অতীত বলিষ্ট ভূমিকা কিশোরগঞ্জের সকলের জনা। কিশোরগঞ্জের লোক হিসাবে আপনাকে নিয়ে গৌরব করি। পুলিশ বাহিনীর কঠিন সময়ে আপনার অসাধারন কর্ম দক্ষতা সাধারন মানুষের সাথে পুলিশেষ দুরত্ব কমে এসেছে। এতপর আপনার কাছে এই জনপদের মানুষের আশা।

  • ভৈরব-কিশোরগঞ্জ রোডে র‌্যাব পুলিশের সমন্বয়ে একটি আইন শৃংঙ্খলা কেন্দ্র করুন
  • হাওড় অঞ্চলে একটি ভ্রাম্যমান থানা করা, এর মাধ্যমে নৌ টহল জোরদার করা
  • প্রত্যেক ইউনিয়নে তিনজন করে পুলিশ নিয়োগ দেয়ার ব্যবস্থা করন।
  • কিশোরগঞ্জের আইন শৃংঙ্খলা উন্নয়নে তথা ভৈরবে গড়ে উঠা এর মাদক বাজার ধংস করা

মাননীয় চেয়ারম্যান ইসলাম গ্রুপ, আপনার পিতাকে এই জনপদের মানুষে শ্রদ্ধা ভরে স্বরন করে। তার চেষ্টাতেই বাজিতপুর একটি মডেল উপজেলা। তিনি এবং আপনি আমাদের অহংকার। আপনার স্ব ইচ্ছায় কিশোরগঞ্জ শিক্ষা ও শিল্পে বিপ্লব ঘটাতে পারে।

  • ভৈরব-কিশোরগঞ্জ রোডের পাশে অথবা মেঘনা, ঘোড়াউত্রা নদীর পাড়ে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান করুন।
  • বাজিতপুরকে শিক্ষা নগরী ঘোষনা করে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করনে ভূমিকা রাখা
  • জহিরুল ইসলাম মেডিকেল কলেজে আর বেশি ডাক্তার-নার্স পড়ার সু্যোগ করে দেয়ার ব্যবস্থা করে কিশোরগঞ্জে সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা।

– মোঃ খলিলুর রহমান