ভৈরব উপজেলার জামালপুর টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী শাহিদা আক্তারকে উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবশেষে তালিকাভুক্ত করা হয়েছে। রবিবার বিকেলে তিনজনকে আসামি করে শাহিদা আক্তার নিজে বাদী হয়ে মামলা দায়ের করলে মঙ্গলবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে এ মামলা তালিকাভুক্ত করে পুলিশ। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্জাহান কবীর বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে।’
মামলার অভিযুক্তরা হলো, উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর গ্রামের মস্তু মিয়ার ছেলে রবিউল্লা, রইছ মিয়ার ছেলে বাছির ও আসাদ মিয়ার ছেলে মুক্তার মিয়া।এদিকে মঙ্গলবার বিকেলে মামার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে গেছে শাহিদা আক্তার। শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় নেতাদের আশ্বাসে সে বাড়িতে ফিরে আসে। কিন্তু এখনো স্কুলে যেতে সাহস পাচ্ছে না শাহিদা।
You must log in to post a comment.