কটিয়াদীর চাঞ্চল্যকর চার খুনের মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার কিশোরগঞ্জের অতিরিক্ত প্রথম দায়রা জজ আদালতের বিচারক এস এম আবদুস সালাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো গিয়াস উদ্দিন ওরফে গেসু, সবুজ মিয়া, কামাল ওরফে কানাই মিয়া এবং জসিম উদ্দিন ওরফে মুর্শিদ। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

২০০০ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে কটিয়াদীর পশ্চিমবাজারের তেল ও সারের দোকানের মালিক প্রিয়লাল রায়ের দোকানের চার কর্মচারী ধিরেন্দ্র, শঙ্কর, শুকলাল ও বিজয়কে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তারা দোকানের সিন্দুক ভেঙে ৭৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরদিন দোকানের মালিক প্রিয়লাল রায় বাদী হয়ে কটিয়াদী থানায় মামলা করেন।