কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শনিবার বার্ড ফ্লু রোগে আক্রান্ত একটি খামারের প্রায় ৯৫০টি মুরগি নিধন করা হয়েছে।উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের দয়াল পোলট্রি ফার্মে কয়েক দিন ধরেই অজ্ঞাত রোগে মুরগি মারা যেতে থাকে। বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে জানানো হলে সঙ্গে সঙ্গে প্রাণিসম্পদ হাসপাতালের একদল কর্মী নমুনা সংগ্রহ করে জেলা পশু হাসপাতালে নিয়ে আসেন।

জেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. বাহাদুর আলী জানান, শুক্রবার বিকেলে কটিয়াদী উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে খামারে মারা যাওয়া কয়েকটি মুরগির নমুনা নিয়ে আসে জেলা প্রাণিসম্পদ অফিসে। সন্ধ্যার পর সেগুলো পরীক্ষা করে প্রাথমিকভাবে বার্ড ফ্লুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।পরে মুরগির নমুনা ঢাকা কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। সেখান থেকে শনিবার রাত ৮টায় নিশ্চিত করা হয়, মুরগিগুলো বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে মুরগি নিধন শুরু হয়।

-Kaler kontho