ভৈরব উপজেলার আয়তন ১৩৯.৩২ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ২,৪৬,৮২০ জন। এখানে থানা সদর প্রতিষ্ঠিত হয় ১৫ জুন ১৯২২ সালে। ইতিহাস থেকে জানা যায়, বিটঘরের (নবীনগর) তালুকদার ভৈরব রায় একবিন নৌবিহারে এসে মেঘনা-ব্রহ্মপুত্রের সঙ্গমস্থলের বিস্তীর্ণ চরাঞ্চল, জলাভূমি, বিল ও ঝারজঙ্গল দেখে মুগ্ধ হন। উলুকান্দির চর বলে পরিচিত এই অঞ্চল ছিল তখন ভাগলপুরের জমিদারির অন্তর্ভুক্ত। ভৈরব রায় মানুষের বসতি স্থাপন করে চরাঞ্চল আবাত করার ইচ্ছা প্রকাশ করলে সংসার ধর্মে উদাসীন ভাগল্পুরের তৎকালীন জমিদার দেওয়ান আহমদ রেজা শুনে খুশি হয়ে মুখে মুখেই তালুকদারি দিয়ে দেন। ভৈরব রায় খুবই দ্রুততার সাথে চরাঞ্চল দখল নিয়ে নতুন প্রজা দেকে এনে আবাত শুরু করেন। সেই থেকে এই অঞ্চল ভৈরব নামেই পরিচিত হয়ে আসছে।