“মাদক নয় চাই ক্রীড়ালব্ধ সুস্থ জীবন” এই শ্লোগানকে নিয়ে ২য় বারের মত আগামী ১০-০১-২০১৬ থেকে শুরু হচ্ছে “বীর মুক্তিযোদ্ধা নির্মল সাহা ও শিক্ষানুরাগী হেনা রায় স্মৃতি টুর্নামেন্ট ‘২০১৬ ” একটি খেলা ক্রিকেট, একে ঘিরেই এক হয় দ্বিধাবিভক্ত সারা বাংলাদেশ, গত কিছুদিন ধরেই এই টুর্নামেন্ট-কে সামনে রেখে উৎসবের জনপদে পরিণত হয়েছে অষ্টগ্রামবাসী এবং ক্রীড়াবিদেরা। মোট ১৪ টি দলের অংশগ্রহণে আগামী পরশু দুপুর ১২টা ৩০ মিনিটে পর্দা উঠছে অষ্টগ্রামের জমজমাট এই আয়োজনের।
টুর্নামেন্টের অংশগ্রহণকারী দল সমূহঃ
১. বীরগাঁও ইয়ুথ স্পোর্টিং ক্লাব।
২. হযরত শাহ-কুতুব (রাঃ) একাদশ।
৩.মধ্য অষ্টগ্রাম সন্ধ্যার প্রদীপ একাদশ।
৪.শেখ রাসেল স্মৃতি একাদশ ।
৫.দুরন্ত ইয়াশফি।
৬.অষ্টগ্রাম বড়-বাজার একাদশ।
৭.বর্ধমানপাড়া স্পোর্টিং ক্লাব।
৮.অষ্টগ্রাম ওয়ারিয়র্স।
৯.এথলেটস অফ অষ্টগ্রাম।
১০.দুরন্ত অষ্টগ্রাম।
১১.আলমদিঘীরপাড় স্পোর্টিং ক্লাব।
১২.বন্ধুমহল একাদশ।
১৩, মসজিদজাম একাদশ ।
১৪, দুরন্ত একাদশ।
You must log in to post a comment.