কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গুপদীঘি ইউনিয়নের জালখালী এলাকার ঢালারপাড় হাওরে গত সোমবার রাতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের (৫৫) লাশ গতকাল বুধবার উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরের গ্রামবাসী তাঁর লাশ দেখে উদ্ধার করে নিয়ে আসে। আবু বক্কর সিদ্দিক করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়েনের পাড়াবালিয়া গ্রামের নূর আলীর ছেলে।
সোমবার হাওরে প্রচণ্ড বাতাস ও ঢেউ ছিল। ঢেউয়ে ট্রলার চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু তা উপেক্ষা করে সন্ধ্যার পর করিমগঞ্জ থেকে ট্রলারটি ৪১ জন যাত্রী নিয়ে মিঠামইনের উদ্দেশে রওনা হয়। রাত আটটার দিকে প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় প্রশাসন ২৬ জনকে উদ্ধার করে। ১৪ জন সাঁতরে প্রাণ রক্ষা করেন।
মিঠামইন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।