জার্মানির ‘যাজক’ অক্টোপাস পল ভবিষ্যদ্বাণী করেছে রোববার নেদারল্যান্ডসকে হারিয়ে স্পেনই হতে যাচ্ছে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন।
দু’বছর বয়সী এই তারকা অক্টোপাসের এই ভবিষ্যদ্বাণীর অনুষ্ঠান পুরো ইউরোপ জুড়ে টেলিভিশনে সরাসরি স¤প্রচার করা হয়। অক্টোপাসটি তার সিদ্ধান্ত জানাতে সময় নিয়েছে মাত্র তিন মিনিট।
এছাড়া শনিবার উরুগুয়েকে হারিয়ে জার্মানি এবারের বিশ্বকাপেও তৃতীয় হবে বলে রায় দিয়েছে জার্মানির এই ভবিষ্যৎ বক্তা অক্টোপাস।
এই অক্টোপাসের আগের সকল ভবিষ্যদ্বাণীই সঠিক হয়েছিল। জার্মানির কাছে আর্জেন্টিনার হার ও স্পেনের বিপক্ষে জার্মানির হারের ব্যাপারেও অক্টোপাসের ভবিষ্যদ্বাণী নির্ভুল ছিল।
পল এখন জার্মানদের চক্ষুশূলে পরিণত হয়েছে। পত্রিকার জরিপে দেখা গেছে অধিকাংশ জার্মানই পলকে কেটেকুটে খেয়ে ফেলার পক্ষপাতী।