ভারতের নয়াদিল্লীতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে একটি অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন টার্মিনাল তৈরী করা হয়েছে। পাঁচ মিলিয়ন স্কয়ার ফিটের এই টার্মিনাল শনিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী।
গ্রানাইট পাথরের ফোর, ৬৩ টি বিমান উড্ডয়ন ও অবতরনের জায়গা সহ ৯৫ টি অভিবাসন কাউন্টার আছে এ টার্মিনালে। উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং প্রথম বারের মতো ট্রানজিট হোটেলের ব্যবস্থাও রয়েছে এ টার্মিনালে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেন, নয় তলা এই টার্মিনাল দিয়ে প্রতিবছর ৩৪ মিলিয়ন যাত্রী যাতায়ত করতে পারবেন।
বিমান পরিবহন মন্ত্রী প্রফুল্ল পাতিল আমন্ত্রিত অতিথীদের উদ্দেশ্যে বলেন, “এ টার্মিনালটি বিশ্বমানের।” এটি তৈরি করতে মাত্র ৩৭ মাস সময় লেগেছে।
এতো কিছুর পরও এই প্রকল্প সমালোচনা মুক্ত নয়, কারন ভারতের এক শতাংশেরও কম মানুষ বিমানে যাতায়াত করে থাকে।
You must log in to post a comment.