গত ১৮ ই ডিসেম্বর বাজিতপুর থানাধীন সরারচর ইউনিয়নের বর্মণপাড়ায় রায় মোহন বর্মনের বাড়িতে অধিবাস দোল পূর্ণিমা পালন করা হয় । নীচের ভিডিও চিত্র টিতে ঐ দোল পূর্নিমার অনুষ্ঠানেরই একটি অংশ। স্থানীয় ভাষায় একে বলা হয় ভেরাভেরী। এখানে পুজোর পরে পূ্ব থেকে তৈরী করা একটি কলাপাতার ঘরকে পুরহিত আগুন নিয়ে বারকয়েক পাক দিয়ে আগুন ধরীয়ে দেন । পরবর্তীতে ছেলে মেয়েরা কঞ্চিতে আলু,বেগুন, টমেটো ইত্যাদি গেঁথে ওই আগুনে সিদ্ধ করে তা প্রস্বাদ হিসাবে খেয়ে থাকে । এই অনুষ্ঠানের পর থেকে পরবর্তী ৭ দিন পর্যন্ত হোলী / বা রং খেলার আনন্দে মেতে থাকে । অবশ্য কালে বিবর্তনে ৭ দিনের পরিবর্তে ১ দিন ই আনন্দ অনুষ্ঠান পালন হয়ে থাকে ।