দেশের বিশিষ্ট চিন্তাবিদ,অনুবাদক ও কবি মনিরউদ্দীন ইউসুফের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতাপাঠ,মোড়ক উন্মোচন,সঙ্গীতানুষ্ঠান ও কবি মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য ও গবেষণা পরিষদ গতকাল শুক্রবার কবির নিজ গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই সাহেব বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক বিতরণ করা হয় ।সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মো.সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান জনাব কাজী আখতার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মবাড়িয়ার জেলা প্রশাসক সাহ্যিতিক মো.আব্দুল মান্নান।আলোচনা অনুষ্ঠানের শুরুতে কবির জীবনীগ্রন্থ আমার জীবন আমার অভিজ্ঞতার মোড়ক উন্মোচন করা হয়। কিশোরগঞ্জের দুইজন বিশিষ্ট গুণীজনকে এ বছর কবি মনিরউদ্দীন ইউসুফ স্মৃতিপদক প্রদান করা হয় তাঁরা হলেন – লোক-গবেষক ও চিত্রশিল্পী এম.এ.কাইয়ুম এবং কবি লেখক মীর মো.রেজাউল করীম

উক্ত অনুষ্ঠান উপস্হিত ছিলেন কবি বেলাল মোহাম্মদ প্রধান সংগঠক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ রচয়িতা,কবি আখতার হুসেন ছড়া লেখক ও সাংবাদিক আরো অনেকে। সব শেষে কিশোরগঞ্জ উদিচীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।