এ বছর ইউপি নির্বাচনের চিত্র সম্পূর্ণ ভিন্ন। নেই মিটিং-মিছিল, নেই রঙ্গীন পোস্টারের ছড়াছড়ি, নেই পাড়ায়-মহল্লায় নির্বাচনী ক্যাম্প। হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলার ইউপি নির্বাচনের চিত্রও এ বছর অভিন্ন। তবে প্রার্থী কিংবা ভোটারদের তত্পরতার কোন কমতি নেই। এ বছর হাওরে বোরোর বাম্পার ফলন হয়েছে। কোন প্রাকৃতিক দুর্যোগ না থাকায় প্রায় শতভাগ ফসলই গোলায় তুলতে পেরেছে কৃষকরা। এতে হাওরবাসীরা খুশিতে ডগমগ।

আজ ২১ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে অষ্টগ্রাম উপজেলার ৮টি ইউনিয়নে একজন নারী প্রার্থীসহ মোট চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ৩৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ৮০ জন এবং সাধারণ মেম্বার পদে ২৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাস্তুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ শবদর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দেওঘর ইউনিয়নে মোট ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- অলিউল্লাহ (দেয়াল ঘড়ি), আক্তার হোসেন (গরুর গাড়ি), আশরাফ মিয়া (টেলিফোন), ইব্রাহিম মিয়া (চশমা), কাপ্তান মিয়া (মাইক), গিয়াসউদ্দিন (তালা), নূরুল আনাম খান (জাহাজ) ও রহমত আলী (আনারস)। কাস্তুল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ২। এরা হলেন- সাইফুল হক রন্টি (আনারস) ও সাইফুল হক রতন (গরুর গাড়ি)। অষ্টগ্রাম সদর ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী ৪ চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সৈয়দ আহমেদুল কবীর প্রিন্স (দেয়াল ঘড়ি), জুলজালাল খান (গরুর গাড়ি), সৈয়দ ফায়াজ হাসান বাবু (তালা) ও সৈয়দ ফারুক আহমদ (আনারস)। বাঙ্গালপাড়া ইউনিয়নে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আলী রহমান (গরুর গাড়ি), মাহমুদুল হক অলি (দেয়াল ঘড়ি), বোরহানউদ্দিন ভুঁইয়া (আনারস) ও মনিরুজ্জামান (তালা)। কলমা ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থী হলেন- রাধাকৃষ্ণ দাস (গরুর গাড়ি) ও সাধন চন্দ্র দাস (আনারস)। আদমপুর ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৪। এরা হলেন- আবদুল মান্নাফ (আনারস), জালাল আহম্মদ (তালা), ফজলুল করীম বাদল (দেয়াল ঘড়ি) ও শরীফুল আমিন (গরুর গাড়ি)। খয়েরপুর ইউনিয়নে ১ জন নারীসহ মোট ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- মোহাম্মদ আলী ভুঁইয়া (আনারস), মিজানুর রহমান (দেয়াল ঘড়ি), মোক্তার খান (তালা), রফিকুল ইসলাম (মাইক) ও রোমেনা আক্তার (গরুর গাড়ি)। পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৫। এরা হলেন- কায়ছারুল আলম কাউছ (গরুর গাড়ি), কাছেদ মিয়া (আনারস), ইব্রাহিম অন্তর শিহাব (তালা), জাকির হোসেন সফি (চশমা) ও সৈয়দ সাঈদ আহম্মদ (দেয়াল ঘড়ি)।