আজ ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলা সাহিত্যের অন্যতম কবি, চিন্তাবিদ, গবেষক, অনুবাদক ও বহু ভাষাবিদ, কবি মনিরউদ্দীন ইউসুফের ২৭(সাতাশ) তম মৃত্যুবার্ষিকী। কিশোরগঞ্জ সদর উপজেলার কবির পৈতৃক বৌলাই বাড়িতে ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বাদ জুমা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দিবসটি পালনোপলক্ষ্যে সেন্টার ফর ন্যাশনাল কালচার ( সি এন সি ) আগামী ১৭ফেব্রুয়ারি সন্ধ্যায় পুরানা পল্টনস্থ নিজস্ব কার্যালয়ে তাঁর স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করবে। ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আলাদা কর্মসূচি প্রণয়ন করছে। এছাড়া দেশের সাহিত্য-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমূহ আলাদা কর্মসূচি গ্রহণ করেছে। পারিবারিক তরফ থেকে তার আত্মার মাগফেরাত আগামী শুক্রবার মোহাম্মদপুরস্থ কবিপুত্রের বাসভবনে বাদ মাগিরিব এক মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে । উক্ত মিলাদ মাহফিলে কবির আত্মীয় স্বজন ও গুণগ্রাহিদের উপস্থিত হওয়ার জন্য কবি পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হল ।
ইরানের জাতীয় কবি ফেরদৌসী রচিত বিশ্বসাহিত্যের অমর মহাকাব্য ‘শাহনামা’র অনুবাদক হিসেবে স্মরণীয় হয়ে আছেন। বাংলায় প্রথম গজলকাব্য বেতস পাতা জলের ধারা, ভাষ্য আলোচনা রুমীর মসনবী, ইকবালের কাব্য সঞ্চয়ন, দীওয়ান-ই-গালিব, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস পনসের কাঁটা, গবেষণাকর্ম বাংলাদেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে একটি প্রস্তাব, কধৎনধষধ, ধ ংড়পরধষ যিরৎষরিহফ, আত্মপরিচয় ঐতিহ্যের আলোকে প্রভৃতি উল্লেখযোগ্য।