অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গণ্ডির বাইরে এলো অ্যাপলের সাড়া জাগানো পণ্য, আইপ্যাড। জানা গেছে, শনিবার অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানী, ইতালি, জাপান, স্পেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের বাজারে একসঙ্গে মুক্তি পেয়েছে ট্যাবলেট পিসি খ্যাত এই গ্যাজেটটি। খবর ম্যাশএবল ডটকম-এর। ম্যাশএবল জানিয়েছে, কেবল যুক্তরাষ্ট্রের মতোই নয়, বরং কিছু কিছু দেশে আইপ্যাড কিনতে আগ্রহী ক্রেতাদের লম্বা সারি যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। এদের মধ্যে অনেকেই আগের দিন রাত থেকেই অ্যাপল স্টোরের সামনে অপেক্ষা করেছেন বা রাত কাটিয়েছেন বলেও বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। এর থেকে বোঝা যাচ্ছে হাতে না পেলেও আইপ্যাড ক্রেজ বেশ ভালোভাবেই সাড়া বিশ্বে ছড়িয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভীড়ের দিক দিয়ে সবচে এগিয়ে রয়েছে জাপান, যেখানে মোবাইল মার্কেটের সর্বাধিক জনপ্রিয় হ্যান্ডসেট হচ্ছে আইফোন। অ্যাপলভক্তদের প্রাথমিক উৎসাহ দেখে ধারণা করা হচ্ছে অচিরেই আইফোনের মতোই বাজারে ট্যাবলেট পিসির প্রথম স্থানটিও দখল করবে আইপ্যাড।

তবে আশঙ্কা করা হচ্ছে এসব দেশে আইপ্যাড বিক্রির পরিমাণ যদি যুক্তরাষ্ট্রের মতোই হয়, যেখানে সপ্তাহে প্রায় ২ লাখ ডিভাইস বিক্রি হয়েছে, তাহলে স্টক ফুরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে এসব দেশে ক্রেতাদের আইপ্যাডের সাধ হয়তো সহসাই নাও মিটতে পারে।