নিকোলাস নেগ্রোপন্টের স্বপ্নের ১০০ ডলার মূল্যের ল্যাপটপ এবার প্রাথমিক পর্যায়ের শিশুদের গণ্ডি পেরিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করেছে ওয়ান ল্যাপটপ পার চাইল্ড [ওএলপিসি] কর্তৃপক্ষ। এজন্য এক্সও ল্যাপটপের ডিজাইনে পরিবর্তন আনা হচ্ছে। বড় কিবোর্ড এবং সর্বশেষ সংস্করণের সফটওয়্যার সংযোজিত হচ্ছে এ ল্যাপটপে। উন্নয়নশীল ও দরিদ্র দেশের শিশুদের ল্যাপটপ পেঁৗছে দেওয়ার লক্ষ্যে ২০০৬ সাল থেকে কার্যক্রম শুরু হয় ওএলপিসির। প্রকল্পে সহযোগিতা করছে ইউএনডিপিসহ বিভিন্ন দাতা সংস্থা। সল্ফপ্রতি তিন বছরের রোডম্যাপ ঘোষণা করেছে ওএলপিসি।