বিশ্বকাপ ফুটবলে ডি-গ্রুপে আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে অন্যতম ফেভারিট জার্মানি ও সার্বিয়া। গ্রুপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পাওয়া জার্মানি আজ দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে জার্মানির মনোবল আজ আরও চাঙ্গা। তবে সার্বিয়ার আজ টিকে থাকার লড়াই। প্রথম ম্যাচে ঘানার কাছে হেরে নাজুক অবস্থায় সার্বিয়া। আজ হারলেই তাদের বিদায়ের পথ তৈরি হয়ে যাবে। অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে পরাজিত করে জার্মানি কার্যত ডি গ্রুপের শীর্ষস্থানের সম্ভাবনা অনেকটাই নিশ্চিত করেছে। গ্রুপের অন্যান্য দলকেও জার্মানি সহজে হারাবে বলে আশা করা হয়। তবে বাছাই পর্বে চমৎকার খেলেই চূড়ান্ত পর্বে উঠে আসে সার্বিয়া। আরেক চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে গ্রুপে শীর্ষস্থান লাভ করে সার্বিয়া। গ্রুপের প্রথম ম্যাচে ঘানার কাছে ১-০ গোলে হারার পর জোভানভিচ তার সতীর্থদেরকে জার্মানির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করার আহবান জানান। পরাজয় মানে বিদায়। জোভানোভিচ বলেন, তারা ঘানার বিরুদ্ধে জয়ের আশা করেছিলেন তবে পরাজিত হওয়ায় তারা মর্মাহত হয়েছেন। ঘানার বিরুদ্ধে ব্যর্থ হওয়ায় তাদেরকে এখন অপেক্ষাকৃত ভাল দল থেকে পয়েন্ট ছিনিয়ে আনতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জার্মানি অত্যন্ত ভাল খেলে। তারা বিশ্বকাপে ভাল প্রভাব সৃষ্টি করে। তারা মেশিনের মত খেলে। তাদের সাত খেলোয়াড় স্ট্রাইকে রয়েছে। অঘটন ঘটাতে হলে তাদেরকে অবশ্যই নির্ভিক হতে হবে। সেরা খেলাটা খেলতে হবে। কারণ তারা অপেক্ষাকৃত ভাল দলের বিরুদ্ধে খেলবেন। মিডফিল্ডে মাইকেল বালাকের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হওয়া সামি খেদিরা আজ সার্বিয়ার জন্য বিপজ্জনক হতে পারে। ২১ বছর বয়স্ক সামি খেদিরা বলেন, আমাদেরকে অবশ্যই সার্বিয়ার বিরুদ্ধে ভাল খেলতে হবে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলাটা খেলতে হবে। এই ম্যাচকে অবশ্যই গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে। সার্বিয়া ভাল দল এবং তারা ভাল ফলঅফল করার জন্য মরিয়া হয়ে উঠবে। লুকাস পডলাস্কি, মিরোসলাভ ক্লোসা ও থমাস মুয়েনাবের গোলে জার্মানি বিশ্বকাপ শুভ সূচনা করে। অপরদিকে বিশ্বকাপ জয়ের অপর প্রতিদ্বনিদ্ব ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালি প্রথম ম্যাচে ধুকতে থাকে এবং আস্থার অভাব ছিল তাদের। মিডফিল্ডে জার্মানির নতুন তারকা মিসাট ওজিল। ক্লোসা বলেন, আমরা একজন দশ নম্বর জার্সির উপযোগী ফুটবলার খুঁজেছি এবং তাকে পেয়ে গেছি। মিসাট জার্মান দলে তার অবস্থান তৈরি করে নিয়েছে এবং সে দলের জন্য বোনাস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় গোল দেয়া মুয়েলার সতর্ক করে বলেছেন জয়ের আত্মতৃপ্তি আজ দলের জন্য বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেন, জয়লাভের ফলে আন্তর্জাতিক মিডিয়া তাদের প্রশংসা করে। তবে সার্বিয়ার কাছে ২-০ গোলে হারলে তারা জার্মানিকে ছুঁড়ে ফেলে ফেলে দিবে। ময়ার্নমিউনিখ স্ট্রাইকার বলেন, জার্মানি অবশ্যই চমকের দল না।