গত কয়েক বছরে ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে সাবিনা ইয়াসমীনের গাওয়া গান ছিল। প্রতিবারই তিনি বিষয়ভিত্তিক একটি করে গান করেছেন। গত বছর সাদা মনের মানুষদের নিয়ে, তার আগে দেড় হাজার প্রতিবন্ধীকে নিয়ে গান গেয়েছেন ঈদের ‘ইত্যাদি’তে। এবারও সেই ধারাবাহিকতা থাকছে। এবারও একটি বিষয়ভিত্তিক গান গেয়েছেন সাবিনা। এর কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু। গানটির শুরুটা এমন_ ‘মানুষের পাশে মানুষ দাঁড়াবে/মানুষের দিকে দু’হাত বাড়াবে/স্নেহ মমতায় প্রীতি শ্রদ্ধায়, জড়িয়ে পরস্পর।’ জানা গেছে, ঢাকার বাইরের একটি বৃদ্ধাশ্রম ও ঢাকার মিরপুরের ইনডোর স্টেডিয়ামে গানটির চিত্রায়ন হবে।
হানিফ সংকেতের পরিচালনা ও উপস্থাপনায় ঈদের ‘ইত্যাদি’তে গাওয়া প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘প্রতি ঈদে ইত্যাদির মাধ্যমেই দর্শকদের শুভেচ্ছা জানাই। হানিফ সংকেতের সঙ্গে কাজ করার সুযোগ পেলে হাতছাড়া করতে চাই না। তিনি অনেক যত্ন নিয়ে সব কাজ করেন। একটা ৩-৪ মিনিটের গানের জন্য দুই-তিনদিন চিত্রায়ন করতে দেখি তাকে। হানিফ সংকেত সবসময় নতুন গান করান আমাকে দিয়ে। এসব গান শুধু গাওয়াই নয়, এগুলোতে শিল্পীর করণীয়ও থাকে। মনে হয় যেন দায়িত্ব পালন করছি।’