god

দুটি কবিতা:

ঈশ্বর হওয়ার পথে

শতাব্দী ধরে ঘুঙুরপড়া অন্ধকার গলাধকরণ করে
এখন আছি সময়ের ন্যাংটো পথে
কেউ জানলেই না- শ্মশানের মতোই শব্দহীন
আমার ভেতর ক্ষরণের বাজার বসে রোজ
যৌবনের গায়ে হলুদ মেখে
আমি এখন ঈশ্বর হওয়ার পথে।

কামের নেশা

ইতিহাসের দীর্ঘ জ্যামেতিক সড়ক পাড়ি দিয়ে
পৃথিবীর দোরগোরায় ভিখু হয়ে বসে আছি-
পুরাণের ভিতর থেকে কামের দেবতা চোখ মেলে,
নেংটো চোখ- সিগারেটের নেশার মতোই
এখন আমার কামের নেশা
প্রাগৈতিহাসিক চেতনার অন্ধ গলির পথে।