কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মন্ত্রি সৈয়দ আশরাফুল ইসলাম যিনি আমাদের কিশোরগঞ্জ জেলার গৌরব কিন্তু হোসেনপুর থানার উত্তর গোবিন্দপুর গ্রামের মানুষ কি ভাবছে ? কারন যে গ্রামে বিদ্যুৎ নেই জন্ম লগ্ন থেকে তারা বিদু্তের ছোয়া পায়নি আজও; হোসেনপুর থেকে যার দুরত্ব মাত্র ৭ কি মি ।এটা কোনো বেশি দুরত্ব নয় আজকের এই ‘ডিজিটাল বাংলাদেশে’ ।আর এই গ্রামে বসবাস করছে ১০০০০ মানুষ । গ্রামে রয়েছে বেশ কয়েকটি  প্রাইমারী স্কুল যেটিতে ও বিদ্যুৎ নেই এভাবেই লেখাপড়া করছে ওরা ।গ্রামে রয়েছে মসজিদ মাদ্রাসা কিন্তু সেখানেও নেই  বিদ্যুৎ।আর এভাবেই বসবাস করছে এই গ্রামের মানুষ গুলো ।এই গ্রামে রয়েছে অনেক ভাল ভাল ছাত্র ছাএী যারা একটু বিদ্যুতের আলো পেলে ফুটিয়ে তুলতে পারত তাদের বিকশিত মন ।আর গরমের সময় তো তাদের অবস্তা খুবই শচনীয় যা বলার মত নয় ।এই বিদ্যুতের জন্য গ্রামের মানুষ ৬ বছর আগে নিজেদের টাকা দিয়ে মোটর বসিয়েছিল পল্লি বিদ্যুতের আশায় কিন্তু আজ পযন্ত ও পল্লি বিদ্যুতের দেখা পাওয়া যায়নি ।ইলেকশানের সময়  সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন উত্তর গোবিন্দপুর গ্রামের বিদ্যুত ও রাস্তাঘাট সব ঠিক করে দিবেন তখন গ্রামের মানুষ ধরেই নিয়েছিল তাদের দুঃখের অবসান ঘটবে কিন্তু গ্রামে এখনও কোনো আলো আসেনি ।আর রাস্তাঘাটের কথা নাই বললাম ।এখন গ্রামের মানুষের কথা হল তারা কি আজও বিদ্যুতের দেখা পাবে জানতে চেয়েছেন তাদের মন্ত্রির কাছে ।