গত ৬ নভেম্বর ২০১০ ইং তারিখে কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উৎযাপন করা হয়েছে। দিবসটি কেন্দ্র করে সমাজের সর্বস্তরের লোকদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় অফিস দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিলঃ সকাল ১১:০০ মিনিটে জাতীয় পতাকাসহ সমবায় পতাকা উত্তোলন। সমবায়ের অথিতিবৃন্দসহ সদস্যগণ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। দুপুর ১২:০০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল, “সমবায়ই শক্তি”।

আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মোঃ আলী আকবর, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নাজমুল হুদা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কটিয়াদী আল-আমিন মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমাদ, মসূয়া সার্বিক গ্রাম উন্নয়ন সংস্থার পক্ষে মোঃ আমিন মাষ্টার, কটিয়াদী দলীল লেখক সংস্থার পক্ষে মোঃ নান্নু মিয়া, নব দিগন্তের পক্ষে মোস্তফা কামাল, জাগরণী মৎস্যজীবী সমিতির পক্ষে সজল বর্মণ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ বিল্লাল হোসেন, সহাকারী পরিদর্শক জহিরুল ইসলাম এবং সাংবাদিক মোঃ ছাবির উদ্দিন রাজু। আলোচনা সভায় বক্তাগণ সমবায়ের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণকে সমবায় প্রতিষ্ঠানের সাথে একত্রে কাজ করার জন্য আহবান জানান। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সভার আয়োজন করা হয়।