মুঠোফোনে কথা বলতে হবে। কিন্তু হাতে টাকা নেই। তাই ঘর থেকে দেড় কেজি চাল ফ্ল্যাক্সিলোডের দোকানে দিয়ে মুঠোফোনে টাকা লোড করেছেন কিশোরগঞ্জের তাড়াইলের ধলা গ্রামের গৃহবধূ জাহেরা খাতুন। ঘটনাটি ঘটেছে গতকাল তেউরিয়া মোড় বাজারের টুটুল ফোন সার্ভিসে।

ফোন ব্যবসায়ী টুটুল বলেন, ‘ওই মহিলা তাঁর মুঠোফোন নম্বরে টাকা লোড করার জন্য দেড় কেজি চাল নিয়ে আসার পর চালের বাজারমূল্য ধার্য করে সমপরিমাণ টাকা তাঁর মুঠোফোনে ফ্ল্যাক্সি করে দিয়ে আমি বাজারে চাল বিক্রি করি। ‘দীর্ঘদিন ধরে আমি এ ব্যবসা করে এলেও চাল দিয়ে ফ্ল্যাক্সি করার ঘটনা এই প্রথম।

-Prothom alo