আমার ভাই ২ বছর যাবত দুবাই থাকে।কিছু দিন আগে দুবাই থেকে একজন লোক আসে,তার কাছে কিছু জিনিষ দিয়ে দেয় আমাদের জন্য।প্রায় ২ সপ্তাহ পর আমাদের বাসায় আসে ।বাসায় আসার পর আমরা অনেক আপ্পায়ন করলাম।বিকেলে বসে আলাপ করছি ।তখন তিনি  ‍‌আমাদের কিশোরগঞ্জ সর্ম্পকে অনেক কিছু জানতে চাইল,আমিতো মহার্গবে বললাম কিশোরগঞ্জে র্বতমান “মহামান্য রাষ্ট্র্পতি জনাব জিল্লুর রহমানের  বাড়ি, এল জি আর ডি মন্ত্রি সৈয়দ আশরাফুল ইসলামের বাড়ি ইত্যাদি, ইত্যাদি। মানে একরকম প্রসংশার নরসুন্ধা ভাসিয়ে দিলাম।পরদিন কিশোরগঞ্জ ঘুরতে বের হলাম।

প্রথমে কিশোরগঞ্জের নতুন স্টেডিয়াম দেখতে গেলাম, “নীলগঞ্জ মোড়” দিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার মেরামতের কাজ চলছে।একটু সামনে যেতেই দেখি রাস্তার কী অবস্থা ভাঙা, পানিতে একবারে ডুবন্ত দেখলে মনে হয় একটা খাল, রাস্তা না।

সব দেখাদেখি শেষ করে আবার বাসায় এলাম।পরদিন গেলাম আমাদের স্কুলে বত্তিশ এলাকায় ।কিশোরগঞ্জের সবচেয়ে খারাপ রাস্তা মনে হয় এই বত্তিশে,প্রতিদিন যাইতাও আমার কেন জানি মনে ছিল না রাস্তার কথা।তাকে নিয়ে গেলাম বত্তিশে যাওয়ার আগেই এক ভাঙা রাস্তা,একটু সামনে গেলে আরো ভাঙা রাস্তা তার অবস্থা আরো খারাপ।আর বত্তিশ বাসস্টেন্ডের আগের রাস্তার কথাতো আর বলাই লাগেনা ।কিন্তু বত্তিশ এলাকায় একটি “আইডিয়াল স্কুল”,“একটি উচ্চ বিদ্যালয়”, একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ”, একটি মহিলা মহাবিদ্যাল ”আছে কিন্তু রাস্তার অনেক দুর অবস্থা ।

শুধু বত্তিশ  এলাকায় নয়, সারা কিশোরগঞ্জ জুড়ে একেই হাল।আসার সময় আমার ভাইয়ের বন্ধু আমাকে বলল- “তোমাদের এই জায়গা থেকে “এল. জি. আর .ডি মন্ত্রি সৈয়দ আশরাফুল ইসলাম র্নিবাচিত হয়েছেন না?  আমি বললাম- হ্যাঁ, তখন তিনি বলল  তাহলে রাস্তাঘাটের এই অবস্থা কেন”। এখন তাকে আমি কি জবাব দেই।