বিদ্যালয়ে যাওয়ার পথে আরেক স্কুলছাত্রী বখাটের হামলার শিকার হয়ে আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর কামটখালী গ্রামে গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটেছে বলে কয়েকজন গ্রামবাসী জানিয়েছেন।

ছাত্রীটির বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়। বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছার পর চর কামটখালী গ্রামের আজিজুল হকের ছেলে রাজীব ছাত্রীটির পথরোধ করে। এ সময় বিব্রত ছাত্রী পাশ কেটে চলে যেতে চাইলে রাজীব তাকে লাঞ্ছিত করে। আহত অবস্থায় ওই ছাত্রী বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন আহমদকে ঘটনাটি জানায়। পরে প্রধান শিক্ষক ছাত্রীর বাবাকে ডেকে নিয়ে নান্দাইল সদরে যান। সে সময় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক চলছিল।

সভায় উপস্থিত হয়ে ছাত্রীটি তার ওপর বখাটে হামলার ঘটনাটি জানালে বৈঠকে উপস্থিত উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, ইউএনও জাকিয়া পারভীন বখাটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জাহিদুল ইসলামকে নির্দেশ দেন।

ছাত্রী জানায়, তিন মাস আগে এ রকম এক ঘটনায় রাজীব তাকে রাস্তায় বেধড়ক মারধর করলে স্কুলের শিক্ষক ও এলাকাবাসী মিলে এক সালিস করে রাজীবের কাছ থেকে মুচলেকা আদায় করে। এ ঘটনার পর থেকে মেয়েটি নিরাপত্তাহীনতায় ভুগছে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জাহিদুল ইসলাম জানান, বখাটের বিরুদ্বে পুলিশ ব্যবস্থা নেবে।