কিশোরগঞ্জ কটিয়াদি উপজেলায় সূতি নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করা হয়েছে। এতে আটটি বিলে জলাবদ্ধতা দেখা দেওয়ায় এ উপজেলার প্রায় ১০হাজার একর জমিতে বোরো ধানের চাষ করা যাবে না বলে আশঙ্কা করা হচ্ছে।ওই বাঁধগুলো ভাঙার দাবি জানিয়ে উপজেলায় কয়েকটি গ্রামে্র মানুষ সম্প্র্তি কৃষিমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায় কটিয়াদী উপজেলার মধ্য দিয়ে সূতি নদী প্রবাহিত হয়েছে ।এ নদীর তীরেই দিয়াকুলা, গাজীগিলা, ঝাওয়া, ডেউডাঙ্গা,রাহী ভরা ও পুরুষবদিয়া বিল।একটু বৃষ্টি হলেই বিলগুলোতে পানি জন্মে।এসব বিলের পানি এবং উজান থেকে নেমে আসা পানি সূতি নদী দিয়ে নামে।কিন্তু নদীসংলগ্ন সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের দুটি স্হান এবং চান্দপুর ইউনিয়নের একটি স্হানে বাঁধ নির্মাণ করায় বিলগুলো থেকে এখন পানি সরানো যাচ্ছে না।এ কারণে এখানকার ১০হাজার একর জমিতে বোরো ধানের আবাদ করা যাচ্ছে না।নকলা গ্রামের রফিকের নেতৃত্বে এ তিনটি স্হানে বাঁধ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।