কিশোরগঞ্জ শহরের বিন্নাটি এলাকায় শনিবার রাতে কাপড় বোঝাই একটি ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ।জানা গেছে, নরসিংদীর শেখেরচর থেকে কাপড় বোঝাই একটি ট্রাক (ঢাকা ন-৭০৫) কিশোরগঞ্জে আসছিল। রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের বিন্নাটি বাজারের কাছাকাছি এলে অপরিচিত পাঁচ-ছয়জন মোটরসাইকেল আরোহী রাস্তায় ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামিয়ে আগুন ধরিয়ে দেয়।

ড্রাইভারের দুই সহযোগী কাজল ও মানিক জানান, ব্যারিকেড সৃষ্টিকারীরা তাদের ট্রাকে রেখেই পেট্রল ঢালতে শুরু করলে তাঁরা দৌড়ে প্রাণে রক্ষা পান। এ সময় ট্রাকটির চাকা বিস্ফোরণ ও মালামাল বোঝাইয়ের কারণে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ট্রাকের ইঞ্জিন ও কাপড়ের একাংশ পুড়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস, কিশোরগঞ্জের পুলিশ সুপার ও কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম বলেন, বিষয়টি হরতালসংশ্লিষ্ট নাশকতা নাকি দুর্ঘটনা সেটি খতিয়ে দেখছে পুলিশ।

-কালের কন্ঠ