কিশোরগঞ্জে পুলিশের অভিযানে গত বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন অপরাধে ৪৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় প্রায় এক কেজি গাঁজা ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাত দিনের বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। এ জন্য শহরের অন্তত নয়টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইতিমধ্যে বেশ কিছু মোটরসাইকেল আটক করা হয়েছে।শুক্রবার রাতে শহরের নিরালা আবাসিক হোটেল থেকে গাঁজাসহ পারভিন বেগম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাত আসামিসহ, তিন জুয়াড়ি, দুই চোর এবং দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার শহরের নগুয়া বটতলা এলাকা থেকে আধা কেজি গাঁজাসহ খুদেজা, নেশার ইনজেকশনসহ আশরাফুল এবং বড়বাজারে চুরির চেষ্টার সময় সুমন ও সাজনপকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া একই দিনে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয় আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

-Prothom Alo