কিশোরগঞ্জে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গতকাল রোববার জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের উপস্থিতিতে জেলা প্রশাসনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিশোরগঞ্জের সরকারি শিশুসদন ‘বালক’-এর জমিতে ‘শান্তিনিকেতন’ নামের ওই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সৈয়দা ফেরদাউস আক্তার, উপপরিচালক (প্রতিষ্ঠান) মো. হারুন-অর রশীদ, জাতীয় সমাজসেবা ও কল্যাণ পরিষদের সদস্য বাদল রহমান, অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মো. সাদেকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সৈয়দা ফেরদাউস আক্তার জানান, কিশোরগঞ্জে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার জন্য সরকারের ঊর্ধ্বতন মহল থেকে প্রস্তাব এসেছে। স্থানীয় সরকারমন্ত্রী এ ব্যাপারে চাহিদাপত্র পাঠিয়েছেন।

-prothom Alo